ভুল ঠিকানায়
শংকর ব্রহ্ম
এক.
এই জন্যই এই বয়সে একজন সাথী দরকার
যে বলে দেবে,গেঞ্জিটা উল্টো করে পরেছ
ছি ছি, প্যন্টের চেনটা উপরে টানো।
তা না হলে আর এখন সাথীর কিবা দরকার?
এই বয়সে একজন সঙ্গী প্রয়োজন
মাঝে মাঝে বলে ওঠে মন।
দুই.
ভালবাসা যদি ভুল ঠিকানায় ভেসে যেতে চায়
তবে বল হায় কি আছে উপায়?
তবে আমি তাকে ফিরাব না ঘরে?
যদি তুমি তাই থাক মনে করে,
তবে প্রেম যাবে বাসী ফুল হয়ে ঝরে
তুমি আমি যাব সহজেই মরে।