ভয় ভাবনা
শংকর ব্রহ্ম
কি জানি কি হয়
শুধু করে ভয়
দ্বিধা সংশয়ে মরি,
ভয়ে ভয়ে আমি
ঠিক যে তখনই
জীবনকে চেপে ধরি।
ছাড় ছাড় ওরে
যাব আমি মরে
জীবনটা শুধু হাসফাস করে,
জীবন মরলে পরে
আমিও কি ওরে
জীর্ণ পাতার মতো
অনায়াসে যাব ঝরে?
আগে সেই ভয়
করে নিতে জয়
হবে নিজ ভিতরেই,
না হলে সে ভয়
কুরে কুরে ক্ষয়
করে দেবে অচিরেই।
☞ শং.ব্র.➤