ভোটতন্ত্র
শংকর ব্রহ্ম


                             জনগণতন্ত্র
মূল তার মন্ত্র
নেই আর দরকার
                    নিজেদের ভাববার
তোমাদের প্রয়োজন
তোমাদের দরকার আমরাই ভাববো
প্রয়োজনে তোমাদের দাবি নিয়ে
           আমরাই রাজপথে নাববো

এ ছাড়া আমাদের
                নেই কোন কাজ আর
তোমাদের নেই আর দরকার
         নিজেদের প্রয়োজন ভাববার

যা ভাবার আমরাই ভাববো
প্রয়োজনে
        দাবি নিয়ে রাজপথে নাববো

সোজা কথা সোজা ভাবে বুঝে নাও
আর কিছু না ভেবেই
                 আমাদের ভোট দাও