ভোটরঙ্গ
শংকর ব্রহ্ম
ভোট শেষ এইবার বাকি শুধু দপ্তর বন্টন
কে কোন দপ্তর পাবে তাই নিয়ে কত আয়োজন
টানা-পড়েন আর আকচা-আকচি কত?
তারপর?
তারপর দেনা পাওনা মিটে গেলে পরে
ক্রমশই মেদ জমে মন্ত্রীর শরীরে
বেড়ে ওঠে নধর ভুড়িটি তার
থুরি শুধু ভুড়ি নয়
বাড়ে তার খ্যাতি ও মোহর
আর এ দিকে জিনিষের দাম বাড়ে হু হু করে
সোনার শিশুরা সব আমাদের ঘরে
বেড়ে ওঠে ক্ষিদের জ্বালায়
তারপর?
তারপর আর কিছু নয়
বাঁচার তীব্র ইচ্ছায় তারা
সমাজবিরোধী বলে খ্যাতি পেয়ে যায়
তারপর?
তারপর পুনরায় ভোট আসে এই দেশে
আবার নতুন করে শুরু হয় মানুষ শোষণ।