ভালবাসার রাত্রি
শংকর ব্রহ্ম


১).
                                ভাল কিংবা মন্দ যে ভাবেই হোক,
তুমি আছ শুধু এইটুকু জানলেই স্বস্থি পাই মনে,
            আমি আছি কিংবা নেই সে কথা তোমার
না জানলেও চলে,আমার চলে না।
                                           এর নাম ভালবাসা বুঝি?

২).
যত্নে দু'টি টুকরো করে কাটি সুখের রাত্রিটিকে,
তারপর অর্ধেক ভাজ করে রেখে দিই তোষকের নীচে।
কখনও তুমি ফিরে এলে কাছে টুকরোটিকে বের করে দিয়ে,
একটু একটু করে মেলে ধরব শুধু
                                        রাত্রিটিকে দীর্ঘ করে নিয়ে।