ভালবাসা - (৬).
শংকর ব্রহ্ম


পাশাপাশি দুই জনে
কি যে আছে কার মনে
ঈশ্বরও জানে না
ভালবাসা মানে না
অবিরাম ঝরে যায়
দুইজনে টের পায়
মনে মনে কত কথা
যত সুখ তত ব্যথা।
দূূরে দূরে থাকে তবু
ভোলে না কাউকে কভু
এর নাম ভালবাসা
মনে কত গূঢ় আশা।