ভালবাসা - (৫).
শংকর ব্রহ্ম


অনেক কথা বলব ভেবেই
গিয়েছিলাম তােমার কাছে
গিয়ে আমার কী যে হল !
কণ্ঠে আমার সে সব কথা
কেমন যেন আটকে গেল।

ফিরে এলাম একলা ঘরে
বলব ভেবে আবার পরে,
যে সব গভীর গোপন কথা
নিয়ে মনে নীরব ব্যথা
আকুল হয়ে কেঁদে মরে
জানাি না কেন এমন করে?

যায় না সহজে বলা মূখে
সে সব না বলা কথা
মনে নিয়ে আকুলতা
ধীরে ধীরে মরে দুঃখে
ভালবাসা,
অতাে কি সহজে বোঝা যায়?
মন তাই করে হায় হায়।