ভালবাসা -(৪).
শংকর ব্রহ্ম
ভালবাসা বুঝি না তাতো নয়
যে কোন প্রাণীই বোঝে আর আমি তো মানুষ
থাকি মানসীর খোঁজে
ভালবাসা নিজে বোঝা যায়
কিন্তু অন্যকে তা বলে বোঝানো বড় দায়।
মনের কথা বলব ভেবেই তোমার কাছে গিয়েছিলাম
কন্ঠে আমার সে সব কথা কেমন যেন রুদ্ধ হলো
নীরবতা নিয়েই আমি একলা ঘরে ফিরে এলাম।
যে সব নিবিড় কথা যায় না সহজে বলা মুখে
ধীরে ধীরে জমে উঠে বুকে পাথর হয়ে যায়
হৃদয়কে কুরে কুরে খায়
ভালবাসা অতো কি সহজে বোঝা যায়?