ভালবাসা - (৩)
শংকর ব্রহ্ম


ভালবাসা শেখা যায় না ভালবাসতে বুঝতে হয়
মরার মতো বাঁচা যায় না বাঁচার মতো বাঁচতে হয়
যারা বোঝে তারা জানে ভালবাসার কী যে মানে
        যারা সেটা বোঝে না মানে তারা খোঁজে না

ভালবাসা বুকে কারও বাসা বেধে রয় না
              ভালবাসা থাকে যার মন তার ক্ষয় না
মানে বুঝে ভালবাসা কখনই হয় না
           ভালবাসা কারও কারও একদম সয় না