ভালবাসা - (২).
শংকর ব্রহ্ম
মন্দ কিংবা ভাল
যে ভাবেই হোক
তুমি আছ
শুধু এইটুকু জানলেই
স্বস্তি পাই মনে
আমি আছি কিংবা নেই
সে কথা তোমার
না জানলেও চলে,
কিন্তু আমার চলে না
আমি যে তোমায় সর্বদা খুঁজি
এর নাম ভালবাসা বুঝি