ভালবাসা - (১).
শংকর ব্রহ্ম


তুমি পেত্নি কিংবা পরি যাই হও না কেন
           তাতে আমার কি বা আসে যায়?
রূপে তোমার ভুলিনি যে
                  ভুলেছি কেবল ভালবাসায়।

ভালবাসা একবার দিলে কোন প্রিয়জনে
তা কি আর ফিরিয়ে নেওয়া যায়?
                              আর যদি তা যায়
সে তো আর ভালবাসা নয়,
          বলা যায় স্বার্থমগ্ন আত্ম অবক্ষয়
আর ভালবাসা নিঃস্বার্থ প্রেমে ব্যাপ্ত
    যদিও সে হয় স্বপ্নে ভরা তবু দুঃখময়।