উত্তাপ
শংকর ব্রহ্ম
উত্তাপ সান্নিধ্য পেলে
আজীবন মোম গলে যায়
এ'কথা সত্য জানি, কিছু মিথ্যে নয়
এখানেই রয়ে গেছে গোপন সংশয়,
কেন হয়? কতখানি হয়?
সেই ভয় ধীরে ধীরে বিস্তরিত হয়
শাখা-প্রশাখার মতো
আর যত উষ্মতা বলয়
গড়ে ওঠে চারপাশে তার
ছায়া ফেলে জীবনে আমার
তাতে আরও বেড়ে যায় মায়া
উত্তাপের প্রতি
এ'কথা সত্যি অতি
মিথ্যে কিছু নয়
এখানেই শেষ করি তবে
আর যেই কথা আছে বাকী
উত্তাপেরও তাই হয় নাকি?