উপপতি
শংকর ব্রহ্ম
----------------------

কবিতা তোমাকে ডাকে? ডাকে নাকি  ?
ডাকে না তো।
তবে আর বারবার ডাক কেন তাকে?
দিন নেই রাত নেই,রোদ বৃষ্টি শীত নেই
খোঁজো তারে এখানে সেখানে
          ঘোরো ফেরো সভা সমিতিতেও।

কবিতা কি তোমার কেউ হয় ?
               গত জন্মের প্রিয় কোন সখি
                                  নাকি অন্য কেউ?
দেয় না সে দেখা তবু কেন তাকে ডাকো?
যদি দেখা পাও, এই প্রত্যাশায়?

সে তোমাকে ভুলে যেতে পারে
আছে তার বহু প্রিয় কবি,উপপতি সম
তোমার তো কেউ নেই
                        সেটা ভাল বোঝো বলে
বারবার খোঁজো নাকি তাকে
এখান সেখানে          
     দেখা তার যদি পাও কিংবা না পাও।