উদ্ভাস
শংকর ব্রহ্ম
ঊষা তো ধুয়েছে মুখ শিশিরের জলে
ফুল হয়ে ফুটে আছে 'কুয়াশা ঢাকা' শীতের সকালে
তবু কিছুটা সিঁদুরগুড়ো লেগে আছে আকাশের গালে
হেমন্ত হয়েছে কাৎ হেলানো মাস্তুলে
পাখিদের কিচির মিচির শুনে নদীটিও উঠেছে জেগে
এখনও বোঝেনি সব কিছু ,তুমি তার পাশে গিয়ে বসো
ফাঁদ তো দেখেছ চাঁদু এবার তবে ঘুঘু দেখবে এসো।
বিষণ্ণতা ম্লান মুখে রযেছে দাঁড়িয়ে রেলিংয়ের ধার ঘেসে
বাইরে চা বিকেচ্ছে যে রাজ-পুরোহিত এসে
মস্করা করার জন্য চলো তাকে ডাকি
নাকি সুরে কাঁদার জন্য বায়না দিয়ে রাখি।