তুমি শুধু তুমি
শংকর ব্রহ্ম


কত দূরে আছ তুমি আজ
                           আমি তার কিছুই জানি না
তবু তোমার নিবিড় গন্ধ ভেসে আসে নাকে
তোমার সুরেলা ধ্বনি কানে এসে বাজে
           মন আর লাগে না তো ভাল মন্দ কাজে

তোমার ধারালো মুচকি হাসি বিঁধে আছে বুকে
তোমার সুতীব্র মায়া কি ভাবে যে সন্মোহিত করে
তোমার গভীর প্রেম এখনও আমাকে রাখে ধরে

এসব জান না তুমি
              জান নাকি অনেক দুঃখে আছি আমি
তবু তুমি যেখানেই যত দূরে যাও
তত যেন বুকের গভীরে এসে বাসা বেঁধে থাকো
আমাকে কষ্টের নরকেতবে কেন একা ফেলে রাখ

যত দূরে যাও তুমি তার চেয়ে কাছে আসে দ্রুত
তোমার প্রগাঢ় মায়া, প্রেমের গভীর গোপন ছায়া
                শুধু মাত্র আমাকেই করে পরিস্রুত