তোমার নিকটে যেতে
শংকর ব্রহ্ম
তোমার নিকটে গেলে
সমুদ্রের ডাক শোনা যায়
অনন্তকালীন ডাক,
যার থেকে মুক্তি পাওয়া দায়।
সমুদ্র গর্জন যেন
তোমার ভিতরে এসে নিয়েছে আশ্রয়।
তোমার নিকটে গেলে
মেঘেদের ডাক শোনা যায়,
তার থেকে পরিত্রাণ পেতে
আমি ছুটি লোকালয়।
সেখানে নীরব থাক তুমি, দুঃখে কষ্টে
সে কথা আমার আজ অজানা তো নয়।
তোমার নিকটে যেতে
আমাকে যে পেরতে হয় কত লোকালয়?