তোমার কথা
শংকর ব্রহ্ম


তোমার কথা ভাবলে পরে
                         স্মৃতিরা সব উথলে পড়ে
মনের ভিতর কেমন করে
                      বুকের ভিতর শিশির ঝরে,
গোলাপ ফোটে জ্যোৎস্না পোড়ে
                    তোমার কথা ভাবলে পরে।

বেশ তো ছিলাম একলা ঘরে
                        কেন এমন নিবিড় স্বরে,
ডাকলে আমার নামটি ধরে
        যেন ডাকল আকাশ মেঘের ভারে,
বাজ পড়ে যে বুকের 'পরে
                     ডাকলে কেন এমন করে?
বেশ তো ছিলাম অন্ধকারে

তোমার কথা ভাবলে পরে
                     মন যে আমার রিক্ত করে,
জ্যোৎস্না ধোয়া শিশির জলে সিক্ত করে
                 বুকের ভিতর উথাল পাথাল
সমুদ্র এক উচ্ছলে পড়ে,
                   তোমার কথা ভাবলে পরে!