তোমার জন্য
শংকর ব্রহ্ম


বুকের ভিতর কান পেতে আজ
                   কান্না আমার কেউ শোনে না
কেউ বোঝে না দুঃখ আমার
রুক্ষতাময় মরুভূমির পাশেই ছোটে স্নিগ্ধ নদী
নিজের পায়ের প্রতিধ্বনির
                    শব্দে কেন বুক কাঁপে আজ
মিষ্টি নারী দু্ষ্টু নারী তোমার জন্য সব ছেড়েছি
সুখি সময় গোপন আশা
           পাগল করা গুল্ম-লতার ভালবাসা
সব ছেড়েছি এক লহমায়
                      এখন আমি পথের কাঙাল
পথে ঘুরেই সময় ফুরায়
      ঘরের ভিতর থাকলে একা দুঃখ বাড়ে
মনটা করে উড়ুউড়ু সারাটা দিন থাকলে ঘরে
অনেকখানিই কষ্ট বাড়ে
       ছলকে পড়ে কত কথাই ধুলোর ঝড়ে
বাস্তুভিটে,হলুদ চিঠি
                    সব কিছু আজ নীলাম করে
দাঁড়িয়ে আছি একলা হয়ে
                     তোমার জন্য পথের উপর
পথ নাকি ঘর কোনটা খুঁজে
                          মরছ সখি হে শ্রীমতী
সর্বনাশী এই কি জীবন
নাকি শুধু আত্মগ্লানির গোপন কারণ আত্মরতি