তোমাকে খোঁজা
শংকর ব্রহ্ম
তোমাকে পাইনি আগে
তাই রাগে ভেঙেছি হৃদয়
সে ভাঙা হৃদয় তুমি জুড়ে দিতে এসে
কেন বল ফেলে ভালবেসে
ছড়ালে ফুলের বীজ কিছু
হয় তো তা নয় শুধু মিছু
সে বাগান আজ ভরে গেছে ফুলে
আজ তুমি কাছে নেই
আমি তাই হারিয়েছি খেই
বাগানে খুঁজছি ভুলে
ফুল ছিঁড়ে শুধু তোমাকেই