তফাৎ
শংকর ব্রহ্ম
একটু যদি খোলা মনে ভাবতে শিখি
তবে আমরা দেখতে পাই কি?
একটি শিশু খাবার পেয়ে খায় না
অন্য শিশু খাবার চেয়ে পায় না,
তার যে আজ খাবার জোটে ভ্যাটে
আদুরে শিশুর খাবার রোচে না মোটে।
বলো দুইটি শিশুর মধ্য তফাৎ কি
একটি শিশু দুঃখী বড়,অন্যটি খুব সুখি।
এর কারণ কি যদি আমরা খুঁজতে যাই
শোষিতের প্রতি শোষকের বঞ্চনা দেখতে পাই।