স্বপ্নোত্থিত
শংকর ব্রহ্ম
স্বপ্নে তোমায় নিয়ে যখন মসগুল আমি
মুহূর্ত অন্তিম
ঠিক সেই মুহূর্তে বেজে উঠল ফোন,
ঘুম ভেঙে যায়,স্বপ্নও চুরমার।
একরাশ বিরক্তি নিয়ে ফোনটা ধরি,
কী আশ্চর্য, এখানেও তুমি?
এমন ঘটনা বুঝি পৃথিবীতে একবারই ঘটে
তার জন্য প্রতীক্ষায়,
বহুকাল বেঁচে থাকা যায়।
- বল বল, কি বলতে চাও?
হঠাৎ ফোনটা কেটে যায়।
স্বপ্ন ভেঙে যেন আমার স্বপ্নোত্থিত প্রাণ হায়।