স্বপ্নের সিঁড়ি
শংকর ব্রহ্ম


মেঘলা দিনে তোমায় বিনে  কাটে না আর রাত
আসবে তুমি কখন বল হলে কি প্রভাত?

সেই আশাতেই বসে আছি নিঝুম অন্ধকারে
আসবে তুমি আলোর শিখায় কখন আমার ঘরে?

এসে ছিলে বুঝি
            হৃদয়ে আমার স্বপ্নের সিঁড়ি বেয়ে
কেউ তা জানে না
       দেখেনি তো কেউ আঁখি দুটি তুলে চেয়ে।