স্বপ্নকথা - (৮)
শংকর ব্রহ্ম
ভাবছি তোমায় ভুলেই যাব
ভুলতে পারি কই
পারলে সেটা ভালই হতো
পারছি না বলেই
আমি এখন দূরেই থাকি
মনের যতো বাসনা চেপে
স্বপ্নটাকে গোপন করে
নীরব হয়ে রই।