স্বপ্নকথা - (৭).
শংকর ব্রহ্ম


তুমি তো নির্বাক গাছ
         তোমার প্রেমের আচ
                          আর দিতে পার কাকে?

যতনে  ফোটানো ফুল
            চেয়ে দেখি বিলকুল
                     ঝরে যায় সামাজিক পাঁকে।

এইসব ভাবনাগুলি সব
             একান্তই করি অনুভব
                     মন জুড়ে স্বপ্ন হয়ে থাকে।