স্বপ্নকথা - (৬).
শংকর ব্রহ্ম


বল তুমি বড় বেশি কথা          শুধুই অযথা
চিতার আগুন যাকে টানে
                        সে কি মানে বিপদ আপদ
শ্বাপদ জঙ্গল তার মঙ্গলময় আর
                                     প্রিয় মনে হয়
তুমি বেশি অযথাই ভাব
আমি যাব যদি ভাবি তোমার সন্ধানে
মনে মনে
                           স্বপ্নকথা শুধু মনে হয়