স্বপ্নকথা - (৫)
শংকর ব্রহ্ম


আমি যে রয়েছি বসে মৃত এক পৃথিবীর পরে
চারপাশে মৃত সব মানুষেরা ঘোরা ফেরা করে,
খায়-দায় কথা বলে প্রাণের স্পন্দন নেই তাতে
এবং ঘুমাতে যায় স্বপ্ন আঁকে না আঁখি পাতে।