স্বপ্নকথা - (৪)
শংকর ব্রহ্ম
যারা তোমায় স্বপ্নে কাঁদায়
কেন তাদের দাও বিদায়
চিনতে মানুষ ভুল হয়ে যায়
কান্না শোনার নেই কি দায়
তাই কি ওরা চেয়েছে রাত
রাতেই ওদের খোলে বরাত
তোমার কথা ভাবতে গেলেই
বুকের ভিতর স্বপ্ন জাগে
দিনের আলো ফোটার আগেই
স্বপ্ন সে সব কোথায় ভাগে
বলতে আকুল প্রাণের সে কথা
যে কথা কখনো কাউকে বলিনি
খুলে দেব আজ সে ঝাঁপির মুখ
সে ঝাঁপি ভুলেও কেউ যে খোলেনি