স্বপ্নকথা - (৩)
শংকর ব্রহ্ম
আজও আমরা অবহেলিত
তবু কোন অভিযোগ করতে পারি না
কারণ সত্তর বছর আগেই পেয়েছি এই মেকী স্বাধীনতা
বেকারত্ব বেড়ে ওঠে দিন দিন জাতীয় উৎপাদন
স্মৃতি বেড়ে ওঠে
আর বাড়ে না লেখা ইতিহাস
বাঁচার রাস্তগুলি সবই বন্ধ এখন
দিন যাপনের খরচ বাড়ছে ক্রমশ
অথচ কোন বিপদ সংকেত নেই
যে যেমন খুশি দিন কাটাচ্ছে নির্ভানায়
এখন শূন্যতা শুধু ধু ধু মাঠে
চষবে কা'রা মাঠ ভরা সোনার ফসল