স্বপ্নকথা - (১).
শংকর ব্রহ্ম


তোমায় নিয়ে ঘুরতে যাব পাহাড় থেকে নদী
                        তুমি নিম রাজী হও যদি
মুখ তুলে আর দেখব না যে পূর্ণিমার ওই চাঁদ
তোমায় ছাড়া সব দেখা তবে বাদ

            ঘুম না এলে পরে মুখটা তুলে ধরে
কপালে দিয়ে ছোট্ট একটা চুমো
                               বলব এবার ঘুমো

তুমি রাজী হও যদি
তোমায় নিয়ে ঘুরতে যাব পাহাড় থেকে নদী
              যদিও কোথাও যাইনি অদ্যাবধি

তোমায় নিয়ে স্বপ্নে ভাসি
                       তোমায় ভেবে একলা হাসি
হাসতে হাসতে পরবো ফাঁসি
                                   তাতে কার বা কি?
আমি তোমায় স্বপ্নে যদি কাছে টেনে নি।