স্বপ্নকথা   -  (২)
শংকর ব্রহ্ম


বহুদিন পর তোমাকে স্বপ্ন দেখলাম কাল
            পাশ ফিরে শুয়ে আছ আগের মতোই,
তোমাকে ডাকতে গিয়ে ভয় পাই খুব
         জানি তুমি আর জাগবে না কোনদিনও
তবু যদি জেগে উঠে প্রশ্ন কর কোনও
                কি দেব উত্তর তার? ভাবি বারবার,
জীবনের ভুল ভ্রান্তি সব করপুটে নিয়ে
ক্ষমা চেয়ে নেব?
          তুমি যদি না করো ক্ষমা?
                       যদি শাস্তি দিতে চাও,
                                মাথা পেতে নেবো।

এইসব ভাবতে ভাবতে বিভ্রান্ত যখন
           চোখ পড়ে যায় হঠাৎ তোমার দিকে
দেখি তুমি চোখ মেলে
                      চেয়ে আছ আমার দিকেই
আগের মতোই তুমি হাসি মুখে বল,
"কি ভাবছ এখন?
        আমাকে ছাড়া তোমার কাটছে কেমন?"
কি দেব উত্তর তার? চুপ করে থাকি আমি।
উত্তর না পেয়ে তুমি পাশ ফিরে শোও পুনরায়।

এই সব ব্যক্তিগত কথা জেনে
                 কারও কোনও লাভ নেই জানি,
তবু লিখে রাখি যদি কারও মন ছুঁয়ে যায়
             কিংবা স্মৃতি তার আমাকে জাগায়।