স্বপ্নচারী
শংকর ব্রহ্ম

        
সহজে যা যায় না পাওয়া
                  সহজে কি তা হারিয়ে যায়?
হারিয়ে গেলে হঠাৎ তাও
                 মন কি তাকে সত্যি  হারায়?

দিন রাত্রি স্বপ্নচারী
                   বুকের ভিতর ধুধুূল পোকা,
এখন আমি বুঝতে পারি
                    সবার মধ্যে আমিই বোকা।

কষ্টে পাওয়া তুচ্ছ ধন
                      হারিয়ে গেলেও হারায় না,
মন যে তাকে তাড়ায় না
                             বুকে থাকে বিলক্ষণ।