স্বাধীনতা - ২.
শংকর ব্রহ্ম


'স্বাধীন হল ভারতবর্ষ
                                মুক্ত হল দেশ'
অন্ধ কানাই আজও দেখি
                            ভিক্ষা করে বেশ।

অনাহারে থাকে যে কত
                          তাতে কার বা কি
যে মরে সে মরুক না
                আমরা স্বাধীনতা পেয়েছি।

যদি বন্যায় ভাসে লাশ
                           ভাসে ঘর বাড়ি
তার জন্য আমরা বল
                    কি আর করতে পারি?