স্থবিরতা                  
শংকর ব্রহ্ম


শিশুদের জন্য আমরা রেখে যাচ্ছি
                    একরাশ মিথ্যে প্রতিশ্রুতি
প্রতিযোগিতার ইঁদুর দৌড়
কালো টাকার গোপন মোহ
            আর দম-আঁটা যান্ত্রিক জীবন

মাটির সোঁদা গন্ধ
                      এক্কা-দোক্কা গোল্লাছুট
বাতাবি ফুলের ঘ্রাণ
ওসব আমাদের জন্য ছিল একদিন
                            আজ আর নেই

সে সবুজ প্রকৃতি ধ্বংস করে
               আমরা আজ বিশ্ব নাগরিক

এইসব দেখে শুনে মনে হয় যেন
               স্থবিরের দায় নেই কোনো।