স্মৃতি সুর
শংকর ব্রহ্ম


মেঘলা দুপুর একলা নূপুর কে যে বাজায় মনে
সকাল থেকেই তোমার কথা
                                ভাবছি বসে খুব গোপনে,
ভাবছি কেন যে জানি না নিজে স্পষ্ট নয় তা।

দূর থেকে শুধু দেখে মনে হয়
                        তুমি যেন আর চেনা কেউ নয়,
তবু কাছে এলে সব যাই ভুলে
                          লাগে যেন শুধু খুব আপনার
বুকে বাজে তার স্মৃতি-সুর।

এই তো সেদিন বর্ষাকালীন মেঘ
                      জমেছিল নীল আকাশের বুকে
আমার বুকে তো আসেনি যে কেউ
                                                পাপ বা পুণ্যে
কি হবে তাহলে,  বর্ষা নামবে
নাকি তাহা আজ স্তগিত থাকবে অসীম শূন্যে?

এই তো সেদিন জ্যোৎস্নাকালীন চাঁদ
                            ভেসেছিল আকাশের বুকে
আমার বুকে তো আসেনি যে কেউ
                                                এখন কি হবে?
জ্যোৎস্না ছড়াবে চরাচর জুড়ে,
নাকি আজ তাহা স্তগিত থাকবে গভীর শোকে?

এই তো সেদিন তুমি এসেছিলে
                       এসেছিলে শুধু, আর কিছু নয়।
আকাশের বুকে ছিল না তো চাঁদ
                     মেঘ ছিল কিনা দেখিনি যে তাহা,
তবুও সেদিন আলো ঝরেছিল
                               বর্ষার মতো অঝরে, আহা।