শব্দের সংসার
শংকর ব্রহ্ম


           শব্দ নিয়েই জব্দ থাকি দিবা নিশি
শব্দ আমার মা বোন আর মাসি পিসি,
মাকে যখন আকড়ে ধরি -
                     পিসি তখন কাছে ডাকে,
বোনকে নিয়ে ঘুরতে গেলে
                     মাসি অপেক্ষাতে থাকে।

বাবা যখন বাড়ি ফেরে
                           শব্দগুলো নিঃশব্দে
এদিক সেদিক কাজে ঘোরে,
                    আমি তখন নিঃস্ব একা
ঘরে পেয়ে বাবার দেখা।
                    কিন্তু কেন
                             কেউ কি জান?