শীতের আক্ষেপ
শংকর ব্রহ্ম
এক.
নতুন বছর ভাল কাটুক সবাই মনে চায়
কারও বা খুব ভাল কাটে
কারও বা কাটে দুঃখে সুখে
কেউ বা আবার ভুগে অসুখে
সারা বছর জুড়ে মেটায় কত দায়
আবার নানান জ্বালায়, জ্বলে পুড়ে মরে,
নতুন বছর ভাল কাটুক সবাই আশা করে।
দুই.
আলো চাইলে অন্ধকারকে মানতে হবে
ভাল চাইলে মন্দকে জানতে হবে
সুখ চাইলে দুঃখকেও সইতে হবে,
আনন্দ থাকলে কষ্টকেও বইতে হবে,
তুমি থাকলে আমাকেও, রইতে হবে,
না হলে সব অর্থহীন মনে হবে।
তিন.
কেন আসি কেন যাই?
উত্তর জানা নাই,
গাছ তবু জন্মায়, কিছু ফুল ফল দেয়
আমরা কি দিতে পারি তাই?
.