শূন্যতা - (১).
শংকর ব্রহ্ম
এত যে রক্তপাত ঘটে যায় প্রতিদিন ভিতরে বাহিরে
যদি তা বৃষ্টি হত ফসলের মাঠ ভরে যেত,
এত যে অশ্রু পাত ঘটে যায় প্রতিদিন দিবসে নিশিথে
তা যদি শিশির হত সব ফুল ফুটে উঠত ভোরে।
বাগানে ফুলেরা ছিল পুলকিত
গাছে গাছে ছিল কত পাখি
বাতাসও উতলা ছিল স্বাভাবিক
মেঘও ছিল আকাশের বুকে।
যা যা সব থাকবার কথা সবই ছিল চরাচর জুড়ে
শুধু তুমি ছিলে না বলেই যেন বুক জুড়ে ছিল না কিছুই।