শুকতারা
শংকর ব্রহ্ম
বিদূষী রমণী এক হেঁটে গেল
আমার হৃদয় ভেঙে রাতের বেলায়
এর কোন মানে হয়
চেনা কি অচেনা সেটা বড় কথা নয়
এত পথ থাকতে কেন সে না ঘুরে গিয়ে
আমার হৃদয় দিয়ে হেঁটে যাবে দূরে
কারণ খুঁজতে গিয়ে তার
রমণীকে আমি শুধু ঘুরে ফিরে
দেখি বারবার
আর তার কেশরাশি মুখে এসে পড়ে
সব সয়ে আমি থাকি চুপ করে পড়ে
বিদূষী দেখে না কিছু ফিরে
চলে যায় সোজা পথ ধরে
তবুও ধন্দে আমি থাকি
রাত শেষ হতে আর কত বাকি
রমণী আকাশে ওঠে জ্বলে
শুকতারা হয়ে
আমি একা পড়ে থাকি ঘোরে
কাঁটা হয়ে ভয়ে