শিরদাঁড়া
শংকর ব্রহ্ম


'নেতা বলে কতা, কী শালা আমি কবিতা বুঝি না'
         টেবিল চাপড়ে অশ্লীল ভঙ্গীতে গর্জে ওঠেন তিনি,
তারপর টুপটাপ কবিতারা ঝরে পড়ল তার কোলে,
কবি নিশ্চুপ দেখলেন সব, নিঃশব্দে চুমুক দিলেন চায়ে
আর তার ডাইনে আর বাঁয়ে কয়েক'শ চামচা
                     গামছা খুলে তালি মেরে বলে উঠল সবে,
কবিতাদের  নিয়ে আজ শোবো,
                            দেখি কোন শালা কি করতে পারে?

কবির শিরদাঁড়া শক্ত হয়ে উঠল শুধু আর কিছু নয়।