শিল্পী
শংকর ব্রহ্ম
মালি তুমি গাছে তো ফোটাতে পার ফুল
পাথরে ফোটাও দেখি?
আমরা যারা করি লেখালেখি আমাদের দশা একই
মাটি কিছু জড়ো করি বীজ বুনি
গাছ চাড়া হয়ে উঠলে পরে
সার জল দিই
তারপর একদিন গাছ হয়ে ফুল ফোটে
কিন্তু পাথরে ফোটাতে ফুল শিল্পকর্ম লাগে
কুঁদে কুঁদে পাথরের বুকে প্রাণের সঞ্চার করা
মোটেই সহজ কাজ নয়
তাতে খুব দম লাগে
আর লাগে নিজেকে নিংড়ে দিয়ে
তিলে তিলে ক্ষয় করে ফেলা
গাছে তো ফোটাতে পার ফুল
কিন্তু পাথরে ফোটাও দেখি
তবে বুঝি তুমি এক শিল্পী কারিগর।