শব্দের খোঁজে
শংকর ব্রহ্ম

  
                  আজকাল কবিতা লিখতে বসে
সেই মেয়েটির মুখটা মনে পড়ে
                          যাকে আমি পাইনি জীবনে

কবিতা লিখতে গেলে
                         সেই বইটির কথা মনে পড়ে
যেটা খুব আগ্রহে পড়া শুরু করে
শেষ হবার আগেই কোথায় হারিয়ে ফেলেছি

কবিতা লিখতে গেলে মনে পড়ে সেইসব কথা
                       আর ছুটে এসে গোপন ব্যথারা  
অনায়াসে তাদের কথা বলে যায়

                    কবিতা লিখতে গেলে আজকাল
তাই ভুল শব্দ মাথায় এসে প্রতিধ্বনি তোলে
আর আমি বিমূঢ় বিস্ময়ে
               সঠিক শব্দের খোঁজে দিশেহারা হই