সারকথা
শংকর ব্রহ্ম
বুকের ভিতর ধুকপুকানি
সেটাই আসল সার কথা
শীত গ্রীষ্ম বর্ষা আসুক
হয় না তাতে অন্যথা
সে'টুকু হঠাৎ থেমে গেলে
সব বাসনাই যায় বিফলে
যতই তুমি হও না কেন
বড় দরের কোন নেতা
করোনা হোক মরক লাগুক
বন্ধু সুজন ছেড়ে ভাগুক
কিংবা গাছে কোকিল ডাকুক
মনে যতই ফাগুন জাগুক
কিংবা ঘরে আগুন লাগুক
হয় না তাতে অন্যথা
বুকের ভিতর ধুকপুকানি
সেটাই হলো সার কথা