সংস্কার
শংকর ব্রহ্ম
করণীয় কাজ হল না কিছুই করা
ভুলে ভুলে ফুল উঠল না ফুটে গাছে
কাছে ছিল যারা
তারা আজ অনেকেই কাছে নেই
তবু আছে যারা
নিজেরাই তারা অসহায় দিশেহারা।
শেষ বেলা এসে মনে পড়ে শেষে
কত নোনা জল ঢুকে
জীবনের স্বাদ নোনতা করেছে
যাবে একদিন সব কিছু চুকেবুকে
জীবনে ফেরার ডাক দিলে যদি
সংস্কার কর আবর্জনায় রুদ্ধ
গতিহীন যত নদী