সঙ্গিনী - (২)
শংকর ব্রহ্ম
যুবক হলে রঙ্গিনী চাই যুবতী হলে সংস্কার
ইচ্ছে হলে বলতে পার কথাটাকে বারবার
ঘাবড়ে যেতে যে কেউ পারে,
কথা শুনে যার তার
বয়সকালে বন্ধু ভেবে ধরতে পার মোক্তার
পুরুষ হলে সঙ্গিনী চাই নারী হলে সংসার
এই কথাটা বলতে গিয়ে
ভাবতে যে হয় তিনবার
এখন দেখি ঘুরছে সবাই
চক্র রেখায় যার তার
বয়স বাড়লে টের পাওয়া যায়
কাছের সঙ্গী ডাক্তার