সঞ্চয়
শংকর ব্রহ্ম


নারী কিংবা পুরুষ নয়,
                            এ'কথা জানে অন্তর্যামী
একজন প্রকৃত মানুষ খুঁজছি আমি,
                                  যার কাছে নির্দিধায়
নিজেকে সঁপে দেওয়া যায়।
                        ভাল মন্দ অথবা দ্বিধা দ্বন্দ
সন্দেহ সংশয় কিংবা মুগ্ধতা বিস্ময়
সব কিছু মিলে,
                    যাকে একান্ত আপন মনে হয়
যে হবে আমার প্রকৃত সঞ্চয়।

একজন প্রকৃত মানুষ খুঁজছি আমি
এ'কথা আর কেউ না জানুক,
                                শুধু জানে অন্তর্যামী।