সমুদ্র
শংকর ব্রহ্ম


তোমার কথা ভাবলে পরে
            মনের ভিতর কেমন করে
                         এর মানে কি,প্রেম নাকি?

তোমার চোখের উপর
                  যখন আমার চোখটা পড়ে
শিরশিরিয়ে বুকের ভিতর কাঁপন ধরে
                        এর মানে কি, প্রেম নাকি?

হঠাৎ তুমি সামনে এসে হাসলে পড়ে
বুকের ভিতর আনন্দ ঢেউ উছলে পড়ে
                         এর মানে কি,প্রেম নাকি?

প্রেম মানে কি?
         নদীর মতো ছুটতে ছুটতে
                     তোমার কাছে পৌঁছে হঠাৎ
তোমার উপর ঝাঁপিয়ে পড়ে
তোমার ভিতর গভীর ভাবে বিলীন হওয়া?
কেউ জানে কি? প্রেম মানে কি?