সম্পর্ক - ১
শংকর ব্রহ্ম


পিতৃত্ব লাভের আগে,পুরুষেরা অনেকরই
অন্ততঃ একবার
প্রিয় রমণীর সঙ্গে নির্জনে লিপ্ত হয়
কিংবা মিলনের স্বপ্ন দেখে
                          অথবা কল্পনা করে তাই  

মাতৃত্ব লাভের আগে,  রমণীরা অনেকেই
অন্ততঃ একবার
প্রিয় পুরুষের সঙ্গে নির্জনে লিপ্ত হয়
অথবা মিলনের স্বপ্ন দেখে
                        কিংবা কল্পনা করে তাই

এ'কথা কতটা সত্যি
                             কিংবা কতটা মিথ্যে
এখনও সে'কথা যাচাই
                           যথাযথ করা হয় নাই।