সম্পর্ক
শংকর ব্রহ্ম
১).
স্পর্শের বাইরে যে বর্ণময় সম্পর্ক
তাকে ব্যাখ্যা করা দূরহ
শুধুমাত্র অনুভব করা যায়
তাকে প্রকাশের চেষ্টা
যেন এক হাস্যকর পর্যায়
অনুভূতি যাকে আড়ালেই
রাখতে চায় যখন
ভালবাসার যা ধরণ ধারণ
তা কি বোঝে নাকি মন
২).
পিতৃত্ব লাভের আগে পুরুষেরা
অন্ততঃ মনে মনে একবার কামুক হয়ে ওঠে
প্রিয় নারীর সঙ্গে নির্জনে মিলিত হয়
অথবা মিলনের স্বপ্ন দেখে
কিংবা কল্পনা করে তাই
তাতে লজ্জার কিছু নাই
মাতৃত্ব লাভের আগে রমণীরা
অন্ততঃ মনে মনে একবার অসতী হয়ে পড়ে
প্রিয় মানুষের সঙ্গে নির্জনে মিলিত হয়
অথবা মিনের স্বপ্ন দেখে
কিংবা কল্পনা করে তাই
তাতে কলঙ্কের কিছু নাই
এ'কথা কতটা সত্যি কিংবা কতটা মিথ্যে
আপনারা বলুন শুধু করিয়া যাচাই