সময় যন্ত্র
শংকর ব্রহ্ম
ইচ্ছে মতো শৈশবে ফিরে যাওয়া গেলে
বহু কিছু ফিরে পাওয়া যেত
মায়ের কিশোরী মুখ
হারানো খেলার বল বাতাবি লেবুর ঘেরা ঝোপে
মাঠে মাঠে দুপুরের রোদে
একা একা ঘোরাফেরা করা যেত অনেক সহজে
স্কুল পালানো দিনগুলো বনে বাদারে গিয়ে
অনায়াসে হুটোপুটি খেত
ইচ্ছে মতো শৈশবে ফিরে যাওয়া গেলে
বাবাকেও কিশোর ছবির ফ্রেমে ধরে রাখা যেত