সময় - (৩).
শংকর ব্রহ্ম
এক.
মাঝে মাঝে শূন্যতা এসে গ্রাস করে,একা লাগে খুব
বুকের ভিতর খাঁখাঁ করে ওঠে
আমি সে শূন্যতা ভরাতে চাই তোমার ভাবনায়,
তার নির্যাস কবিতায় ঢেলে দিতে চাই
সবটা পারি না দেখে দুঃখ হয় ব্যথা পাই মনে।
তবু জনে জনে বলতে পারি না সে কথা,
বাস্তব ও ভার্চুয়াল জগতে বন্ধু আছে কত,
ক'জনের কাছে আর মন খুলে বসি?
দুই.
মাঝে মাঝে মুগ্ধতা এসে
ভরে দেয় হৃদয়ের আনাচ-কানাচ
খুব বেশী স্থায়ী নয় জানি
তবু তাকে উপভোগ করি,
খুব কাছে এলে তাকে চেপে ধরি
মুগ্ধতার রেশে সাময়িক দিশেহারা হয়ে পড়ি।
যখন ফেরার পালা তার
মনে খুব টান লাগে, আর
বুকের ভিতর শূন্যতা আরও বড় হয়ে ওঠে,
সময় তার স্বভাবিক নিয়মেই দ্রুতগামী ছোটে।